modal verb ,use of modal verbs,english to bengali translation

যে সকল বাক্যের শেষে পারি,পার,পারে,পারেন যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে Can এবং পারতাম,পারত,পারতে,পারতেন যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে could বসবে।

 can শুধু সামর্থ্য বুঝাতে Present Indefinite tense এ বসে।তবে অন্যান্য tense এ able to দিয়ে বাক্য তৈরি করতে হয়।

আমি কাজটি করতে পারি।

I can do the work/I am able to do the work.

আমি কাজটি করতে পারতেছি।

I am being able to do the work.

আমি কাজটি করতে পেরেছি।

I have been able to do the work.

আমি কিছুদিন যাবৎ কাজটি করতে পারতেছি।

I have been being able to do the work for few days.

আমি কাজটি করতে পেরেছিলাম।

I was able to do the work.

আমি কাজটি করতে পারতেছিলাম।

I was being able to do the work.

আমি কাজটি করতে পারিয়াছিলাম।

I had been able to do the work.

আমি কিছুদিন যাবৎ কাজটি করতে পারতেছিলাম।

I had been being able to do the work for few days.

আমি কাজটি করতে পারবো

I will be able to do the work.

 

Use of Could

করতে পারতাম/পারত/পারতেন

Could

করতে থাকতে পারতাম/পারত/পারতেন

Could be

করিয়া থাকতে পারত/পারতেন/পারতাম

Could have

কোন সময় ধরে/হতে করতে থাকতে পারত/পারতাম/পারতেন

Could have bee

আমি কাজটি করতে পারতাম

I could do the work.

আমি কাজটি করতে থাকতে পারতাম

I could be doing the work.

আমি কাজটি করিয়া থাকতে পারতাম

I could have done the work.

আমি কিছুদিন যাবৎ কাজটি করিতে থাকতে পারতাম

I could have been doing the work for few days.

Can/Could +be  +N/adj(হতে পারে বা  পারতো অর্থে)
 

সে একজন ডাক্তার হতে পারে

He can be a doctor.

তিনি ধনী হতে পারেন

He can be rich.

এখান থেকে ইংরেজী শেখা যেতে পারে।

English can be learnt from here.

সে একজন ডাক্তার হতে পারত

He could be a doctor.

তিনি ধনী হতে পারতেন।

He could be rich.

এখান থেকে ইংরেজী শেখা যেতে পারত

English could be learnt from here.

সে একজন ডাক্তার হতে পারবে

He will be able to be a doctor.

তারা ধনী হতে পারবে।

They will be able to be rich.

Can/Could+have+noun

তার অনেক টাকা থাকতে পারে।

He can have much money.

তার অনেক টাকা থাকতে পারত

He could have much money.

তার বাড়িতে একটি গাড়ী থাকতে পারে।

There can be a car in his house.

তার বাড়িতে একটি গাড়ী থাকতে পারত

There could be a car in his house.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *