Past Indefinite Tense

বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন,ছিল, অথবা, ছিলাম থাকলে সাধারণত past Indefinite tense হয়ে থাকে।   

সে ফুটবল খেলেছিল

সে গিয়েছিলো

তিনি একটি বই কিনেছিলেন

এখানে প্রথম বাক্যের শেষে খেলেছিল

দ্বিতীয় বাক্যের শেষে গিয়েছিলো এবং তৃতীয় বাক্যের শেষে কিনেছিলেন থাকায় উপরের তিনটি বাক্যই   Past Indefinite Tense.

Subject + Past form of Main Verb + Object/ Extra Part of Sentence.

উপরের  structure টি হচ্ছে Past Indefinite Tense এর নমুনা

এই নমুনা অনুযায়ী উপরের বাক্য তিনটির ইংরেজি করবো এখন

সে ফুটবল খেলেছিল

এখানে সে হচ্ছে Subject
খেলা হলো  Verb এবং ফুটবল হলো Object.

খেলা বা play এর past form হচ্ছে  played.

বাক্যটি কি হবে ?

He played Football.

ইংরেজী বাক্যে Past Indefinite tense চেনার উপায়:

১.কোন সাহায্যকারী Verb থাকবে না।

যেমন: He went to school.

সে বিদ্যালয়ে গিয়েছিল।

এই বাক্যে কোন সাহায্যকারী Verb নেই এবং Went হচ্ছে Go verb এর Past form(V2 form).

২. যদি( was/were/had) বাক্যে থাকে এবং অন্য কোন Verb না থাকে –

যেমন:I was short.(আমি খাটো ছিলাম)

উপরের বাক্যে was একটি main verb হিসাবে ব্যবহৃত হয়েছে।

এই বাক্যে was ছাড়া অন্যকোন  Verb নেই।সুতরাং এই বাক্যে সাহায্যকারী Verb was থাকলেও এটি  main verb হিসাবে ব্যবহৃত হয়েছে।

 

৩. Main verb টি Past form (V2) হয়ে থাকে।

যেমন : He did the work.(সে কাজটি করেছিল)

এখানে  did হল do এর Past form.

 

 

এক কথায় Past Indefinite tense এ কোন সাহায্যকারী Verb থাকবে না এবং main verb টি Past form এ থাকবে।

 

Present ও Past Indefinite tense এর মধ্যে যদি Confusion হয়

কোন সাহায্যকারী Verb না থাকলেই এটি হয় Present Indefinite tense না হয় Past Indefinte tense.

 

এখন দেখব Verb

Verb যদি Present form এর হয় তাহলে Present Indefinite tense আর যদি Verb টি Past form এর হয় তাহলে এটি Past Indefinite tense.

 

I go to the market আমি বাজারে যাই

এখানে main verb go যা Verb এর Present form.তাই এটি Present  Indefinite tense

I went to the market আমি বাজারে গিয়েছিলাম

এখানে main verb went যা Go এর past form.

তাই এটি Past Indefinite tense.

He helps the poor. সে গরীবকে সাহায্য করে।

Help হচ্ছে verb এর Present form তাই এটি Present Indefinite tense.

He helped the poor.সে গরীবকে সাহায্য করেছিল

Helped হচ্ছে Help verb এর Past form. এটি Past Indefinite tense.

 

I ate.

আমি খেয়েছিলাম

I ate rice.

আমি ভাত খেয়েছিলাম

He came

সে এসেছিল

I came

আমি এসেছিলাম

Sara went.

সারা গিয়েছিলো

I went

আমি গিয়েছিলাম

I played

আমি খেলেছিলাম

He played

সে খেলেছিলো

এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এগুলো হল Past Indefinite tense এর positive form. এখন যদি বাক্যগুলো  Negative হয় তখন কি ধরনের হবে? Negative বাক্য মানে  নিচের বাক্য গুলোর মত.

 সে খারাপ ছিল না ।

সে গিয়েছিল না ।

রহিম করেছিল না।

এক্ষেত্রে Structure টা হবে

Sub+Didn’t +V1(Verb এর Present Form)+Extension

হ্যাঁ এখানে verb এর peresent form ই হবে।

কারণ did হচ্ছে do এর past form. আমরা  not বসানোর জন্য did কে আমদানি করেছি। বাক্যে did থাকলে আর past form এ verb থাকে না ।Verb তখন present form এর হয়ে যায়। যেমন He didn’t go.

সে যায়নি  

Rahim didn’t draw.

 রহিম আঁকাআকি করে নাই

কিন্তু যদি বাক্যে কোন  main verb না থাকে এবং এই main verb  না থাকার কারণে যখন  was বা were  কে main verb হিসাবে বসাতে হয় তখন আর did লাগে না ।যেমন

সে খারাপ ছিল না

বাক্যটিতে কোন  main verb নেই ।He was bad(সে খারাপ ছিল) এটা  positive বাক্য এর  negative বা সে খারাপ ছিল না এটা হবে

He was not bad.

যেহেতু not সবসময় একটা be verb,do verb বা modal এর পরে বসে তাই এখানে was যেহেতু নিজেই একটি be verb তাই was এর পর not বসালেই negative বাক্য হয়ে যাচ্ছে।এখানে did আমদানি করার প্রয়োজন নেই।

He was not tall.
সে লম্বা ছিল না।
Sara didn’t come here.
সারা এখানে আসেনি।(এসেছিল না)।

He didn’t like those shirts.

সে ঐ শার্টগুলো পছন্দ করত না।

He didn’t come to college yesterday.

গতকাল সে কলেজে আসেনি।

It didn’t rain two days ago.

দুদিন আগেও বৃষ্টি হয়নি।

He was not there.

তিনি সেখানে ছিলেন না।

She was not present yesterday.

গতকাল তিনি উপস্থিত ছিলেন না।

I wasn’t with you tonight.

আজ রাতে আমি তোমার সাথে ছিলাম না।

He was not confused.

তিনি বিভ্রান্ত ছিলেন না

They were not thieves.

তারা চোর ছিল না।

“I was ill” এই বাক্যটি কি past continuous tense?

না, এটি Past Continuous Tense নয়। Present, Past বা Future যেকোনো Tense -ই Continuous করতে গেলে মূল Verb এর সাথে -ing যোগ করতে হয়, অর্থাৎ Present Perticiple form ব্যবহৃত হয়। আসলে অনেকেই was বা were শব্দ থাকলে Continuous মনে করে। কিন্তু Was বা Were হল Be verb এর Past Form । তাই বাক্যটি Past Indefinite Tense, কারন Sub+ মূল verb এর past form+ obj + others , এটাই হল Past Indefinite Tense এর Structure। আর Sub+ be verb এর past form (was/were) + মূল Verb এর সাথে -ing + obj + others এটা হল Past Continuous Tense এর Structure।

প্রশ্নবোধক বাক্য বানাতে হলে প্রথমে did/ didn’t বসিয়ে বাক্য গঠন করতে হয়।  

Structure: Did/ didn’t + subject + verb এর present form + object.  

Example: 

  1. সে কি স্কুলে গিয়েছিল? Did he go to school? 
  2. সে কি স্কুলে যায়নি?  Didn’t he go to school? 
  3. তোমারা কি মাছ ধরেছিলে? Did you catch fish?  
  4. তোমরা কি মাছ ধরনি? Didn’t you catch fish?  
  5. তুমি কি বই পড়েছিলে? Did you read a book? 
  6. সে কি ঘুমায় নি?  Didn’t he sleep?  
One thought on “Past Indefinite Tense”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *