108. Tense-এর ভুল ক্রম জনিত ভুল
Don’t say : He asked me what I am doing.
Say : He asked me what I was doing.
বিশ্লেষণ : Principal clause-এর verb যখন past tense-এ হয়, তখন subordinate clause-টিতে কোল past tense ব্যবহৃত হতে পারে ।
তবে এই নিয়মটি কয়েকটি ক্ষেত্রে প্রয়োগ করা হয় না : (1) quotation- এর অন্তর্ভুক্ত verb-গুলোতে, (2) যেসকল ঘটনা সব সময় সত্য (চিরন্তন সত্য ঘটনা) সেগুলোতে, (3) তুলনা করতে। সুতরাং আমরা বলি :
1. He said, I am waiting for your answer.
2. He said that London is a great city.
3. He liked you more than he likes me.
109.Subordinate clause-এ ‘should’ বা ‘would’-এর পরিবর্তে ‘shall’ বা ‘will’ ব্যবহার জনিত ভুল :
Don’t say : He said that he will come tomorrow.
Say : He said that he would come tomorrow.
বিশ্লেষণ : যখন প্রধান clause-এর verb-টি past tense-এ হয়, তখন ‘shall’ এবং ‘will’ যথাক্রমে ‘should’ এবং ‘would’-এ পরিবর্তিত হয়।
110.Subordinate clause-এ ‘might-এর পরিবর্তে ‘may’ ব্যবহার জনিত ভুল :
Don’t say : He told me that he may come today.
Say : He told me that he might come today.
বিশ্লেষণ : যখন Principal clause-এর verb-টি past tense-এ হয়, তখন ‘may’, ‘might’-এ পরিবর্তিত হয়।
conjunction, ‘that’-এর পরে কখনও comma (,) বসে না ।
111.Subordinate clause-এ ‘could’-এর পরিবর্তে ‘can’ ব্যবহার জনিত ভুল :
Don’t say : He thought he can win the prize.
Say : He thought he could win the prize.
বিশ্লেষণ : যখন Principal clause-টির verb-টি past tense-এ হয় তখন ‘can’ ‘could’-এ পরিবর্তিত হয়।
112.Infinitive-এর চিহ্ন ‘to’-এর পরে Past tense ব্যবহার জনিত ভুল :
Say : He tried to kick the ball away.
113. একটি Auxiliary verb-এর পরে Past participle-এর পরিবর্তে Past tense ব্যবহার জনিত ভুল :
Don’t say : I have forgot to bring my book.
Say: I have forgotten to bring my book.
বিশ্লেষণ : Auxiliary verb ‘have’ এবং এর অন্যান্য রূপগুলোর সাথে past participle (past tense নয়) ব্যবহৃত হওয়া উচিৎ।
114.
অতীত বাধ্যবাধকতা প্রকাশ করতে ‘must’ বা ‘ought” ব্যবহার জনিত ভুল :
Don’t say :You ought to come yesterday.
Say :You had to come yesterday.
Don’t say: You ought to have come yesterday.
Say:You should have come yesterday.
বিশ্লেষণ : Past tense-এ ‘must’ এবং ‘ought’ ব্যবহৃত হতে পারে না। অতীত কর্তব্য (যা করা হয়নি) প্রকাশ করতে, আমরা ‘had to’, ‘was obliged to’-এর মতো অর্থ প্রকাশ করতে Perfect infinitive-এর পর ‘ought’ or ‘should অথবা এ জাতীয় word ব্যবহার করতে পারি।
তবে indirect speech-এ ‘must এবং ‘ought, Past tense হিসেবে ব্যবহৃত হতে পারে :
115.Past tense-এর পরিবর্তে Present perfect ব্যবহার জনিত ভুল :
Say : I saw a good film yesterday.
বিশ্লেষণ : অতীতে উল্লিখিত সময়ের মধ্যে কোন কাজ সম্পন্ন হয়েছে এমনটি প্রকাশ করতে Past tense (Present perfect নয়) ব্যবহৃত হওয়া উচিত।
টীকা :
যখন আপনার বাক্যে অতীত সময় নিদের্শক কোন word বা phrase থাকে, যেমন— ‘yesterday’, ‘last year’, ‘then’, ‘ago’, ইত্যাদি, তখন অবশ্যই সর্বদা Past tense ব্যবহার করুন।
116.Present perfect-এর পরিবর্তে Past tense ব্যবহার জনিত ভুল :
Say : I have seen the Parthenon of Athens.
117.সাম্প্রতিক কাজ-এর সাথে Present perfect-এর পরিবর্তে Past tense ব্যবহার জনিত ভুল :
Don’t say : The clock struck.
Say : The clock has struck.
বিশ্লেষণ : যদি আমরা মাত্র শেষ হওয়া কোন কাজ সম্বন্ধে কথা বলি, তবে আমরা অবশ্যই Present perfect ব্যবহার করবো, Past tense-এর পরিবর্তে। উদাহরণস্বরূপ, ঘড়ির কাঁটা আঘাত করার তৎক্ষণাৎ পরে আমাদের বলা উচিৎ হবে না. The clock struck’ বলতে হবে, ‘The clock has struck.’
118.Present perfect-এর পরিবর্তে simple present ব্যবহার জনিত ভুল :
Don’t say : I am in this school two years.
Say: I have been in this school two years..
বিশ্লেষণ : কোন কাজ অতীতে শুরু হয়েছিলো এবং চলতে চলতে বর্তমানে প্রবেশ করেছে, এটি প্রকাশ করতে অবশ্যই present perfect (simple present নয়) ব্যবহৃত হবে। ‘I have been in this school two years’ মানে হল ‘I am still here (আমি এখনও এখানে আছি)’।
119.সময় প্রকাশক ‘since’ clause-এর উত্তরে Present perfect tense-এর পরিবর্তে simple present ব্যবহার জনিত ভুল :
Don’t say : Since he came, we are happy.
Say: Since he came, we have been happy.
বিশ্লেষণ : সময় প্রকাশক since-caluse-এর উত্তরে, verb-টি সাধারণত present prefect tense-এ হয়
Don’t say: Look! Two boys fight.
Say : Look ! Two boys are fighting.
continuous (simple present নয়) ব্যবহৃত হবে।
Don’t say : I am understanding the lesson now.
Say : I understand the lesson now.
বিশ্লেষণ : নিয়মস্বরূপ, যে verb-গুলো কর্ম নির্দেশের চেয়ে অবস্থা নির্দেশ করে, সেই verb-গুলোর কোন continuous রূপ নেই : যেমন- understand, ‘know,’ ‘believe,’ ‘like,’ ‘love,’ ‘belong,’ ‘prefer,’ ‘consist,’ ‘mean,’ ‘hear,’ ‘see.’ইত্যাদি
122.অভ্যাসগত কাজ প্রকাশ করতে Simple present-এর পরিবর্তে Present contionuous ব্যবহার জনিত ভুল :
Don’t say : Every morning I am going for a walk.
Say : Every morning I go for a walk.
বিশ্লেষণ : বর্তমানে অভ্যাসগত কাজ প্রকাশ করতে Simple present (present continuous নয়) অবশ্যই ব্যবহৃত হওয়া উচিৎ।
টীকা :
তবে ‘Always’ word-টির সাথে বা চলমান অবস্থা নির্দেশক verb-গুলোর সাথে Present continuous অভ্যাসগত কাজ প্রকাশ করতে পারে : যেমন- ‘He is always talking in class,’ ‘He is living in London. বর্তমান অভ্যাসগত কাজ প্রকাশ করতে ‘Use’ verb ব্যবহার জনিত ভুল :
or : I am accustomed to rising at six, etc.
বিশ্লেষণ : ‘Use’ verb-টি বর্তমান অভ্যাস প্রকাশ করে না। ‘I use’ মানে হল, ‘আমি কাজে লাগাই’ :
টীকা : কিন্তু অতীতের অভ্যাসগত কর্ম বুঝাতে past tense-এ ‘to use’ verb-টি ব্যবহৃত হবে; যা সুদূর অতীতের কোন কিছু বা ব্যক্তিকে নির্দেশ করে আজ যা করা হচ্ছে না।
124. অভ্যাসগত কাজ প্রকাশ করতে Simple past tense-এর পরিবর্তে Past continuous ব্যবহার জনিত ভুল :
Don’t say : Last year I was walking to school everyday.
Say: Last year I walked to school everyday.
বিশ্লেষণ : Simple past tense দ্বারা অতীতের অভ্যাস প্রকাশিত হয়; Past continuous দ্বারা নয়।
টীকা : অতীতের কোন একটি ঘটনা ঘটতে থাকার মুহূর্তে অন্য একটি ঘটনা ঘটেছিলো, এক্ষেত্রে ঘটতে থাকা ঘটনাটি বর্ণনা করতে Past continuous ব্যবহৃত হয় :
Don’t say : The train left before I arrived.
Say : The train had left before I arrived.
বিশ্লেষণ : অতীতের দুটি কাজের মধ্যে-যেটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয় সেটির জন্য past perfect tense ব্যবহৃত হবে এবং অপেক্ষাকৃত পরে সম্পন্ন হওয়া কাজটির জন্য past tense ব্যবহৃত হবে।
টীকা : একই বাক্যে Persent tense এবং Past perfect tense কখনও ব্যবহৃত হওয়া উচিত নয়। সুতরাং এটা বলা ভুল হবে, ‘My brother says that he had not gone to the cinema last night.’
Don’t say : I had finished the book yesterday.
Say : I finished the book yesterday.
বিশ্লেষণ : কোন বাক্য Past perfect ব্যবহৃত হওয়া উচিৎ হবে না, যদি না অন্য একটি verb, Past tense-এ থকে।
127. সময় প্রকাশক clause-এ Present tense-এর পরিবর্তে future tense ব্যবহার জনিত ভুল :
Don’t say : I shall see you when I shall come back.
Say : I shall see you when I come back.
বিশ্লেষণ : যদি Principal clause-এর verb-টি Future tense-এর হয়, তবে সময় প্রকাশক clause-টির verb-টি
present tense-এ হবে।
128. ‘If-clause-এ Present tense-এর পরিবর্তে Future tense ব্যবহার জনিত ভুল :
Don’t say: If he will ask me, I shall stay.
Say: If he asks me, I shall stay.
বিশ্লেষণ : একটি সাধারণ ভবিষ্যৎ শর্তে, শর্তবাক্যাংশ (বা if-clause)-টিতে Present tense এবং শর্ত বাক্যাংশটির উত্তরে (Principal clause-এ) future tense ব্যবহৃত হবে।
টীকা : তবে অনুরোধ প্রকাশ করতে, if-clause-এ future tense ব্যবহৃত হতে পারে :
Don’t say : He talks as if he knows everything.
Say : He talks as if knew everything.
বিশ্লেষণ : As if বা as though, phrase-টির পরে Past tense ব্যবহৃত হওয়া উচিৎ।
টীকা :
verb to be-এর বেলায় ‘as if’-এর পরে ‘were’ ব্যবহৃত হয় :
Don’t say : I would wish to know more English.
Say : I wish (that) I knew more English.
বিশ্লেষণ : বর্তমান অর্থ প্রকাশ করতে, wish-এর present tense ব্যবহৃত হয় এর পরের that clause-টি past tense-এ হয়।
131.একটি অসম্ভাব্য শর্তের সাথে ভুল tense ব্যবহার জনিত ভুল :
Don’t say : If he would ask me, I should stay.
Say : If he asked me, I should stay.
বিশ্লেষণ : একটি অসম্ভাব্য শর্ত past tense দ্বারা প্রকাশিত হয় এবং উত্তরটি শর্তাধীন
বাক্য দ্বারা প্রকাশিত হয়। past tense-এর এই ব্যবহারটি কোন সময়কে নির্দেশ করে না, তবে সম্ভাব্যতার মাত্রাকে প্রকাশ করে।
132. অসম্ভব শর্তের সাথে ভুল tense ব্যবহার জনিত ভুল :
Don’t say : If he would have asked me, I should stay.
Say : If he had asked me, I should have stayed.
বিশ্লেষণ : একটি অসম্ভব শর্ত Past perfect tense দ্বারা এবং উত্তরটি অতীত শর্তাধীন (Past conditional) বাক্য দ্বারা প্রকাশিত হয়। Past perfect tense-এর এই ব্যবহারটি সময়কে নির্দেশ করে না, তবে একটি অসম্ভব ঘটনাকে নির্দেশ করে ।
133. Finite verb-এর পরিবর্তে infinitive ব্যবহার জনিত ভুল :
Don’t say : Sir, to go home to bring my book?
Say: Sir, may I go home to bring my book?
বিশ্লেষণ : infinitive, person, number বা time এর সাথে সম্বন্ধ ছাড়া একটি কাজের নামকরণ করে। সুতরাং এটি finite verb-এর সাহায্য ছাড়া ভাব প্রকাশ করতে পারে না।
Don’t say : They asked him to be captain, but he refuses.
Say : They asked him to be captain, but he refused.
বিশ্লেষণ : যদি আপনি অতীত সময় নির্দেশক verb দ্বারা শুরু করেন, তবে সর্বক্ষেত্রে একই রূপ বজায় রাখুন। একটি রচনার আগাগোড়া tense-গুলোতে একই নিয়ম প্রয়োগ হয়।