Gender-এর বিভ্রান্তি :
Don’t say : The door is open : please shut her.
বিশ্লেষণ : ইংরেজিতে কেবল ব্যক্তি এবং প্রাণীর নামগুলোর gender (masculine বা · feminine) রয়েছে। জড়বস্তুগুলো হল neuter (gender) এবং singular number-এ এরা ‘it’ গ্রহণ করে।
টীকা : তবে জড়বস্তুগুলো যখন ব্যক্তি রূপে প্রকাশিত হয়, তখন এরা masculine বা feminine pronoun-গুলোকে গ্রহণ করে :
HAVE ANOTHER LOOK AT-
THE USE OF CERTAIN TENSES
(1) অভ্যাসগত কাজগুলোর জন্য simple present tense ব্যবহৃত হয়, পক্ষান্তরে বর্তমান সময়ে চলতে থাকা কাজগুলোর জন্য present continuous tense ব্যবহৃত হয়।
উদাহরণ : I read the newspaper everyday.
I am reading English (now).
উদাহরণ : I wrote my exercise last night.
I have written my exercise.
উদাহরণ : I went (or I used to go to the cinema every week last year.
অতীত অভ্যাসগত কাজ প্রকাশ করতে Past continuous (I was going) ব্যবহৃত হয় না, তবে অতীতে চলমান কোন কাজের সময়ে অন্য একটি কাজ ঘটেছিলো বোঝালে চলমান কাজটির জন্য past continuous ব্যবহৃত হয় : যেমন- ‘I was going to the cinema when I met him. ‘
উদাহরণ : I have been in this class for two months.
উদাহরণ : I shall visit the Parthenon when I go (or if I go )to Athens ..
136.জড়বস্তুর জন্য possessive form ব্যবহার করে :
Don’t say : His room’s window is open.
Say: The window of his room is open.
বিশ্লেষণ : Prossessive form কেবল ব্যক্তি এবং প্রাণীর জন্য ব্যবহৃত হয়। জড়বস্তু যা কোন কিছুর স্বত্তাধিকারী হতে পারে না, ‘of’ সহ এদের objective রূপটি ব্যবহৃত হওয়া উচিৎ।
টীকা : তবে আমরা বলি, ‘a day’s work,’ ‘a night’s rest’, ‘a week’s holiday,’ a shilling’s worth,’ ‘the sun’s rays, the court’s decision,’ ‘a boat’s crew,’ ‘London’s population’ ইত্যাদি।
137.To be verb-এর পরে objective case ব্যবহার করে :
Don’t say : It was him.
Say: It was he.
বিশ্লেষণ : ‘To be’ verb-এর পরে বসা pronoun-টি অবশ্যই Nominative case- এ হবে, objective case-এ নয়।
টীকা : ‘It’s me’ এই প্রচলিত expression-টি সুস্পষ্টভাবে ভুল যা এখন পর্যন্ত এটি কথোপোকথনে গৃহীত হয়। ‘It is I’ এটি লিখিত বক্তব্যে বা রচনায় শুদ্ধ রূপ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে । …
Say : My brother is taller than I. (am).
বিশ্লেষণ : ‘Than’ হল একটি conjunction এবং এ পরে কেবল Pronoun-এর nominative case বসতে পারে। pronoun- বসতে পারে। pronoun-টির পরের verb-টি সাধারণত উহ্য থাকে ।
Spoken English-এ -objective case-টি প্রায়ই ব্যবহৃত হয় :
Don’t say : It is a secret between you and I.
Say: It is a secret between you and me.
বিশ্লেষণ : ‘Between’ হল একটি preposition, এবং সব preposition-ই নিজেদের পরে Objective case গ্রহণ করে।
140.Gerund এর পূর্বে Objective case ব্যবহার জনিত ভুল :
Don’t say : There is no use in me learning it.
Say : There is no use in my learning it.
বিশ্লেষণ : যখন কোন word-এর শেষে ‘ing’ suffix-টি থাকে, তখন এটি gerund হিসেবে ব্যবহৃত হয়, এর পূর্বে কোন noun বা pronoun বসলে তা অবশ্যই Possessive case-এ হবে।
Say : A friend of his told us the news.
বিশ্লেষণ : অধিকৃত বস্তুটির চেয়ে অধিকারী ব্যক্তির উপর আমরা যখন জোর প্রদান করতে চাই, তখন প্রায়ই double possessive (of + mine, yours, his etc) ব্যবহৃত হয়। ‘A friend of his’ একে আরো সহজভাবে বলা যায়, ‘One of his friends’
Don’t say : George and myself are present.
Say : George and I are present.
‘Self ‘ pronoun-গুলো দু’ভাবে ব্যবহৃত হয়; (1) জোর প্রদানের জন্য : যেমন- ‘She herself was hurt.’ (2) আত্মবাচক হিসেবে : যেমন- ‘She hurt herself. ‘
143.’Himself’ বা ‘themselves’এদের পরিবর্তে ‘hisself’ বা ‘theirselves’ ব্যবহার জনিত ভুল :
Don’t say : They fell down and hurt theirselves.
Say : They fell down and hurt themselves.
বিশ্লেষণ : Reflexive pronoun-এর third person হল, ‘himself’ এবং ‘themselves’, ‘hisself এবং theirselves নয়।
Don’t say : Michael played a very good play.
Say : Michael played a very good game.