English Speaking Practice 104
মা আমার খিদে পেয়েছে | Mom, I am hungry. |
আমাকে কিছু খেতে দাও। | Give me some food. |
আমি এখনো রান্না করিনি। | I haven’t cooked yet. |
এখন আমি তোমাকে কি খেতে দিই? | What should I give you to eat now? |
রান্নাঘরে যা খাবার আছে তাই দাও। | Give me whatever food is in the kitchen. |
রান্নাঘরে শুধু মুড়ি আছে। | There is only puffed rice in the kitchen. |
তুমি কি মুড়ি খাবে? | Do you eat puffed rice? |
আমি তো বললাম রান্নাঘরে যা আছে তাই দাও। | I said give whatever is in the kitchen |
তুমি মুড়ি কি দিয়ে খাবে? | What will you eat puffed rice with? |
আমি পানিতে ভিজিয়ে মুড়ি খাবো। | I’ll eat puffed rice soaked in water. |
একটু চিনি দাও। | Give me some sugar. |
লবন লাগবে নাকি? | Do you need salt? |
হ্যাঁ,এক চিমটি লবন দাও। | Yes, give me a pinch of salt. |
তথ্যবহুল | Informative |
সাহস করা | Dare |
আধিপত্য করা | Dominate |
তোমাকে একান্তে কিছু বলার আছে | I have something to tell you in private. |
গীবত করবেন না | Don’t backbite. |
আমাকে জাগিয়ে দিবেন? | Will you wake me up? |
তাকে আগে কখনও দেখিনি | Never seen him before |
দয়া করে আরো জোড়ে বলুন | Louder, please |
এটা কতক্ষণ চলবে? | How long will this go on? |
এই ভিডিওটা কতক্ষণ চলবে? | How long will this video go on? |
আমাকে আর বিরক্ত করবেন না | Don’t irritate me anymore/Get off my tail. |
আমি তোমাকে কিছু দেখাতে চাই | I want to show you something. |
তারা দুজনেই একে অপরের উপর রেগে আছে | They are angry with each other. |
আমরা একে অপরের উপর রেগে আছি | We are angry with each other. |
সে আমাদের পক্ষে নেই | He is not in our side. |
তুমি সবসময় এটাই বল | You always say that. |