BANGLA TO ENGLISH Bangla to english speaking Bangla to english translation Be supposed to এর ব্যবহার English conversation English grammar English speaking English speaking practice English speaking practice app English speaking practice online english to bengali meaning English to Bengali Translation English to Bengali translation app English to Bengali vocabulary fluently english speaking learning english ,use of supposed to,

Be supposed to (কথা অর্থে ব্যবহৃত হয়)

এখানে Be বলতে (am/is/are/was/were) কে বুঝিয়ে থাকে এবং Be supposed to এর পর সবসময় verb এর base form( present form/V1) বসে।
Negative করার সময় (am/is/are/was/were) এর যেটি থাকবে তারপর  not বসাতে হবে।

I am supposed to go to New market today.

আমার আজ নিউ মার্কেট যাওয়ার কথা।

You are supposed to go to home today.

তোমার আজ বাড়ি যাওয়ার কথা।

They are supposed to come here at 4:30 PM

তাদের বিকাল সাড়ে চারটায় এখানে আসার কথা।

There are supposed to go there.

তাদের সেখানে যাওয়ার কথা।

I am supposed to go there.

আমার সেখানে যাওয়ার কথা।

I am supposed to stay at home.

আমার বাসায় থাকার কথা।

He is supposed to stay at home.

তার বাসায় থাকার কথা(আছে)

We were supposed to pass this examination.

আমাদের এই পরীক্ষায় পাস করার কথা ছিল।

You were supposed to go to market very early in this morning.

তোমার আজ খুব সকালে মার্কেটে যাওয়ার কথা ছিল।

I was supposed to write to her yesterday.

তার কাছে গতকাল আমার লেখার কথা ছিল।

They were supposed to come to the school field to play yesterday.

তাদের গতকাল স্কুল মাঠে খেলতে আসার কথা ছিল।

 

I was supposed to go to Dhaka the day before yesterday.

আমার গত পরশু ঢাকায় যাওয়ার কথা ছিল।

Noor was supposed to phone to her mother.

নুরের তার মার কাছে ফোন করার কথা ছিল।

I was supposed to be late today.

আমার আজ দেরি করার কথা ছিল।

I was supposed to come be late today.

আমার আজ দেরি করে আসার কথা ছিল।

I was supposed to phone my mother.

আমার মাকে ফোন করার কথা ছিল।

He was supposed to stay at home.

তার বাসায় থাকার কথা ছিল।

I was supposed to give him the news.

আমার তাকে সংবাদটা দেওয়ার কথা ছিল।

Your brother is supposed to be intelligent.

তোমার ভাইয়ের মেধাবী হওয়ার কথা ছিল।

The work was supposed to start last night.

কাজটা গতরাতে শুরু হওয়ার কথা ছিল।

I am supposed to meet you.

আমার তোমার সাথে দেখা করার কথা আছে।

I am supposed to talk to him.

আমার তার সাথে কথা বলার কথা।

I am supposed to buy this book.

আমার এই বইটি কেনার কথা আছে।

 

Negative বাক্যে (am/is /are/was/were)  এর পর একটি not বসাতে হয়।

You aren’t supposed to sleep in the morning.

তোমার সকাল বেলা ঘুমানোর কথা নয়।

 I am not supposed to go there.

আমার সেখানে যাওয়ার কথা নয়।

He is not supposed to stay at home.

তার বাসায়  থাকার কথা নয়।

I was not supposed to phone my mother.

আমার মাকে ফোন করার কথা ছিল না।

I ain’t(am not) supposed to give him the news.

আমার তাকে সংবাদ দেওয়ার কথা নয়।

I ain’t supposed to meet you.

আমার তোমার সাথে দেখা করার কথা নয়।

 

 

প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে am/is/are/was/were) বসাতে হয়।

 

Is he supposed to stay at home?

তার কি বাসায় থাকার কথা?

Am I supposed to teach today?

আমাকে কি আজ পড়ানোর কথা?

Isn’t he supposed to stay at home?

তার কি বাসায় থাকার কথা নয়?

Aren’t you supposed to leave this place?

তোমার কি এ স্থানটি ছেড়ে যাওয়ার কথা না?

Ain’t I supposed to meet you?

আমার কি আজ তোমার সাথে দেখা করার কথা না?

When are we supposed to meet you?

কবে আমাদের তোমার সাথে দেখা করার কথা?

Why is Noor supposed to go home today?

নুরকে কেন আজ বাড়ি যাওয়ার কথা?

How am I supposed to talk to him?

কিভাবে আমার তার সাথে কথা বলার কথা?

Which book is Noor supposed to read?

নুরের কোন বইটি পড়ার কথা?

For what are you supposed to go their house?

কি জন্য তোমার তাদের বাড়িতে যাওয়ার কথা?

Who(whom)is supposed to come late today?

কার আজ দেরিতে আসার কথা?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *