Be supposed to (কথা অর্থে ব্যবহৃত হয়)
I am supposed to go to New market today. | আমার আজ নিউ মার্কেট যাওয়ার কথা। |
You are supposed to go to home today. | তোমার আজ বাড়ি যাওয়ার কথা। |
They are supposed to come here at 4:30 PM | তাদের বিকাল সাড়ে চারটায় এখানে আসার কথা। |
There are supposed to go there. | তাদের সেখানে যাওয়ার কথা। |
I am supposed to go there. | আমার সেখানে যাওয়ার কথা। |
I am supposed to stay at home. | আমার বাসায় থাকার কথা। |
He is supposed to stay at home. | তার বাসায় থাকার কথা(আছে) |
We were supposed to pass this examination. | আমাদের এই পরীক্ষায় পাস করার কথা ছিল। |
You were supposed to go to market very early in this morning. | তোমার আজ খুব সকালে মার্কেটে যাওয়ার কথা ছিল। |
I was supposed to write to her yesterday. | তার কাছে গতকাল আমার লেখার কথা ছিল। |
They were supposed to come to the school field to play yesterday. | তাদের গতকাল স্কুল মাঠে খেলতে আসার কথা ছিল। |
I was supposed to go to Dhaka the day before yesterday. | আমার গত পরশু ঢাকায় যাওয়ার কথা ছিল। |
Noor was supposed to phone to her mother. | নুরের তার মার কাছে ফোন করার কথা ছিল। |
I was supposed to be late today. | আমার আজ দেরি করার কথা ছিল। |
I was supposed to come be late today. | আমার আজ দেরি করে আসার কথা ছিল। |
I was supposed to phone my mother. | আমার মাকে ফোন করার কথা ছিল। |
He was supposed to stay at home. | তার বাসায় থাকার কথা ছিল। |
I was supposed to give him the news. | আমার তাকে সংবাদটা দেওয়ার কথা ছিল। |
Your brother is supposed to be intelligent. | তোমার ভাইয়ের মেধাবী হওয়ার কথা ছিল। |
The work was supposed to start last night. | কাজটা গতরাতে শুরু হওয়ার কথা ছিল। |
I am supposed to meet you. | আমার তোমার সাথে দেখা করার কথা আছে। |
I am supposed to talk to him. | আমার তার সাথে কথা বলার কথা। |
I am supposed to buy this book. | আমার এই বইটি কেনার কথা আছে। |
Negative বাক্যে (am/is /are/was/were) এর পর একটি not বসাতে হয়।
You aren’t supposed to sleep in the morning. | তোমার সকাল বেলা ঘুমানোর কথা নয়। |
I am not supposed to go there. | আমার সেখানে যাওয়ার কথা নয়। |
He is not supposed to stay at home. | তার বাসায় থাকার কথা নয়। |
I was not supposed to phone my mother. | আমার মাকে ফোন করার কথা ছিল না। |
I ain’t(am not) supposed to give him the news. | আমার তাকে সংবাদ দেওয়ার কথা নয়। |
I ain’t supposed to meet you. | আমার তোমার সাথে দেখা করার কথা নয়। |
প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে am/is/are/was/were) বসাতে হয়।
Is he supposed to stay at home? | তার কি বাসায় থাকার কথা? |
Am I supposed to teach today? | আমাকে কি আজ পড়ানোর কথা? |
Isn’t he supposed to stay at home? | তার কি বাসায় থাকার কথা নয়? |
Aren’t you supposed to leave this place? | তোমার কি এ স্থানটি ছেড়ে যাওয়ার কথা না? |
Ain’t I supposed to meet you? | আমার কি আজ তোমার সাথে দেখা করার কথা না? |
When are we supposed to meet you? | কবে আমাদের তোমার সাথে দেখা করার কথা? |
Why is Noor supposed to go home today? | নুরকে কেন আজ বাড়ি যাওয়ার কথা? |
How am I supposed to talk to him? | কিভাবে আমার তার সাথে কথা বলার কথা? |
Which book is Noor supposed to read? | নুরের কোন বইটি পড়ার কথা? |
For what are you supposed to go their house? | কি জন্য তোমার তাদের বাড়িতে যাওয়ার কথা? |
Who(whom)is supposed to come late today? | কার আজ দেরিতে আসার কথা? |