Bengali to English translation,

Bengali to English Speaking Practice part 2

আমি সকাল বেলা ঘুম থেকে উঠি।

I get up early in the morning.

আমি সকাল বেলা ঘুম থেকে উঠেছিলাম।

I got up early in the morning.

আমি সকাল বেলা ঘুম থেকে উঠবো

I will get up early in the morning.

তুমি যেখানেই থাকো না কেন,আমি তোমাকে ভুলবো না।

I will not forget you wherever you may live.

আমি যেখানেই যাই না কেন,আমার শান্তি নেই।

I have no peace wherever may I go.

তুমি যতই লম্বা হওনা কেন,আমার চেয়ে তুমি ছোট।

However tall you may be you are shorter than me.

যতই টাকা দেওনা কেন,তিনি সন্তুষ্ট হবেন না।

He will not be satisfied whatever money you may offer.

তোমার যতই শক্তি থাকুক না কেন,তুমি এটা করতে পারবে না।

However strong you may be you will not be able to do it.

তুমি যতই ধনী হও না কেন,আমি তোমাকে ভয় করি না।

I am not afraid of you however rich you may be.

আমাদেরকে বিশ্রাম নিতে হবে।

We have to take rest.

 

ফুলটি ফুটবে ফুটবে করেও ফুটল না।

The flower was about to bloom but didn’t bloom.

সে যাই যাই করেও গেল না।

She was about to go but didn’t go.

সে খাই খাই করেও খেল না।

She was about to eat but didn’t eat.

আমি পড়ি পড়ি করেও পড়লাম না।

I was about to read but didn’t read.

আপনার কাজ প্রশংসার যোগ্য

Your work is praise worthy.

সত্যি বলতে আমি খুব খুশি

To be honest,I am very happy.

তোমাকে তোমার বয়সের চেয়ে ছোট দেখাচ্ছে

You look younger than your age.

খাবার ভাল করে চিবিয়ে খান।

Chew the food well.

আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি।

I have given you much trouble.

এটা সময় মত করে দিও।

Do this in time.

আপনারা কি ইংরেজীতে কথা বলতে পারেন?

Do you speak english.

কেউ দরজাটা খুলবেন না।

Don’t open the door.

কি মজার ছিল।

How delightful it was!

এটাকে বাংলায় কি বলে?

What do you call it in Bangla?

এই জিনিসটার দাম কত?

How much does it cost?

কি হয়েছে?

What happened?

কি খবর?

What’s up?

আমারও তাই মনে হয়।

I think so too.

চল কোথাও বসি।

Let’s sit somewhere.

ভেবে চিন্তে কাজ করুন।

Be responsible.

আরেকটু চা খান।

Do have some more tea.

আমি ভাত খাই।

I eat rice.

আমি ভাত খেয়েছিলাম।

I ate rice.

আমি ভাত খাব।

I will eat rice.

আমি ভাত খেতে থাকবো।

I will be eating rice

আবার চেষ্টা কর।

Try it again.

কি আজেবাজে কথা।

What nonsense.

বলতে পারি না।

Can’t say.

আমার সাথে আসো।

Come with me.

এটা পরে করো

Do it later.

গালি দিও না।

Don’t abuse.

তুমি কেন ছেড়ে দিলে।

Why did you quit?

সে কে?

Who is he?

সে কে জান কি?

Do you know who is he?

সে কি চায় বলতে পার?

Can you tell me what he wants?

সে কবে আসবে?

When he will come?

তিনি কবে আসবেন জান কি?

Do you know when he will come?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *