Bengali to English Speaking Practice part 2
আমি সকাল বেলা ঘুম থেকে উঠি। | I get up early in the morning. |
আমি সকাল বেলা ঘুম থেকে উঠেছিলাম। | I got up early in the morning. |
আমি সকাল বেলা ঘুম থেকে উঠবো | I will get up early in the morning. |
তুমি যেখানেই থাকো না কেন,আমি তোমাকে ভুলবো না। | I will not forget you wherever you may live. |
আমি যেখানেই যাই না কেন,আমার শান্তি নেই। | I have no peace wherever may I go. |
তুমি যতই লম্বা হওনা কেন,আমার চেয়ে তুমি ছোট। | However tall you may be you are shorter than me. |
যতই টাকা দেওনা কেন,তিনি সন্তুষ্ট হবেন না। | He will not be satisfied whatever money you may offer. |
তোমার যতই শক্তি থাকুক না কেন,তুমি এটা করতে পারবে না। | However strong you may be you will not be able to do it. |
তুমি যতই ধনী হও না কেন,আমি তোমাকে ভয় করি না। | I am not afraid of you however rich you may be. |
আমাদেরকে বিশ্রাম নিতে হবে। | We have to take rest. |
ফুলটি ফুটবে ফুটবে করেও ফুটল না। | The flower was about to bloom but didn’t bloom. |
সে যাই যাই করেও গেল না। | She was about to go but didn’t go. |
সে খাই খাই করেও খেল না। | She was about to eat but didn’t eat. |
আমি পড়ি পড়ি করেও পড়লাম না। | I was about to read but didn’t read. |
আপনার কাজ প্রশংসার যোগ্য | Your work is praise worthy. |
সত্যি বলতে আমি খুব খুশি | To be honest,I am very happy. |
তোমাকে তোমার বয়সের চেয়ে ছোট দেখাচ্ছে | You look younger than your age. |
খাবার ভাল করে চিবিয়ে খান। | Chew the food well. |
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। | I have given you much trouble. |
এটা সময় মত করে দিও। | Do this in time. |
আপনারা কি ইংরেজীতে কথা বলতে পারেন? | Do you speak english. |
কেউ দরজাটা খুলবেন না। | Don’t open the door. |
কি মজার ছিল। | How delightful it was! |
এটাকে বাংলায় কি বলে? | What do you call it in Bangla? |
এই জিনিসটার দাম কত? | How much does it cost? |
কি হয়েছে? | What happened? |
কি খবর? | What’s up? |
আমারও তাই মনে হয়। | I think so too. |
চল কোথাও বসি। | Let’s sit somewhere. |
ভেবে চিন্তে কাজ করুন। | Be responsible. |
আরেকটু চা খান। | Do have some more tea. |
আমি ভাত খাই। | I eat rice. |
আমি ভাত খেয়েছিলাম। | I ate rice. |
আমি ভাত খাব। | I will eat rice. |
আমি ভাত খেতে থাকবো। | I will be eating rice |
আবার চেষ্টা কর। | Try it again. |
কি আজেবাজে কথা। | What nonsense. |
বলতে পারি না। | Can’t say. |
আমার সাথে আসো। | Come with me. |
এটা পরে করো | Do it later. |
গালি দিও না। | Don’t abuse. |
তুমি কেন ছেড়ে দিলে। | Why did you quit? |
সে কে? | Who is he? |
সে কে জান কি? | Do you know who is he? |
সে কি চায় বলতে পার? | Can you tell me what he wants? |
সে কবে আসবে? | When he will come? |
তিনি কবে আসবেন জান কি? | Do you know when he will come? |