Bengali to English Speaking part 82
সে ঢাকা যাচ্ছে। | He is going to Dhaka. |
সে বাগানে যাচ্ছে। | He is going to the garden. |
সে বাজারে যাচ্ছে না কিন্তু সে হাসপাতালে যাচ্ছে। | She is not going to the market, but she is going to hospital. |
সে রান্না ঘরে যাচ্ছে না কিন্তু সে জানালার দিকে যাচ্ছে। | She is not going to the kitchen, but she is going to the window. |
সে দরজা খুলছে না কিন্তু সে চিঠি লিখছে। | She is not opening the door, but he is writing a letter. |
সে চেয়ার ঘুরাচ্ছে না কিন্তু সে টেবিল ধাক্কাচ্ছে। | She is not moving the chair, but she is pushing the table |
সে দরজা বন্ধ করছে না কিন্তু সে বই পড়ছে। | He is not closing the door, but he is reading the book. |
এটা চিনিও না পাউডারও না কিন্তু এটা লবন। | It is neither sugar nor powder, but it is salt. |
এটা হাসপাতালও না এটা মসজিদও না কিন্তু এটা একটা স্কুল। | This is neither a hospital nor a moshjid, but it is a school. |
এটা একটা টিভিও না রেডিও না কিন্তু এটা একটা বাক্স। | This is neither a TV nor a radio, but it is a box. |
এটা ঘড়িও না খেলনাও না কিন্তু এটা একটা টুথপেষ্ট। | This is neither a clock nor a toy, but it is a tooth paste. |
এটা বেলুনও না এটা ফুটবলও না কিন্তু এটা একটা ব্যাগ। | This is neither a balloon nor a football, but it is a bag. |
আমি হারুনও না আমি শফিকও না কিন্তু আমি টিপু। | I am neither Harun nor Shafiq, but I am Tipu. |
সে শিমুও না মিনাও না কিন্তু সে রোসি। | She is neither Simu nor Mina, but she is Rosy. |
এই বাক্সে ৫০ টা গ্লাসও নাই ২০ টা চামুচও নাই কিন্তু ৩০ টা কলম এবং ৪০ টা পেনসিল আছে। | There are neither 50 glasses nor 20 spoon in this box, but there are 30 pens and 40 pencils. |
এই বক্সে ২০ টা শার্টও নাই ৩০ টা ঘড়িও নাই কিন্তু ৫০ টা আপেল আছে। | There are neither 20 shirts nor 30 watches in this box, but there are 50 apples in this box. |
সে দোকান খুলতেছে। | He is opening the shop. |
সে বক্সটি বন্ধ করতেছে। | She is closing the box. |
সে প্লেটে আপেল রাখতেছে। | He is putting the apple on the plate. |
সে বাচ্চাটির উপর ব্যাগ রাখতেছে। | She is putting the bag on the child. |
আমিই কেন? | Why me? |
তোমার বাবা কি করেন? | What does your father do? |
এতদিন ধরে কোথায় ছিলে? | Where have you been? |
কে পাত্তা দেয়? | Who cares? |
কি দেখতে হবে? | What to see? |
এটা কার ব্যাগ? | Whose bag is this? |
তুমি কিভাবে জানো? | How do you know? |
আমি কে? | Who am I? |
তুমি কখন আসবে? | When will you come? |
এটা কখন ঘটেছিল? | At what time did it happen? |
তুমি কি কফি পান কর? | Do you drink coffee? |
ওখানে কে? | Who’s there? |
তুমি কিভাবে সেখানে যাও? | How do you go there? |
তুমি কি ওখানে আছো? | Are you there? |
এতে কতক্ষণ সময় লাগে? | How long will it take? |
কেন জিজ্ঞাসা করছো? | Why do you ask? |
তুমি কখন বাড়ী আসো? | When do you come home? |
তুমি কি এখন খুশি? | Are you happy now? |
কিভাবে যাবো? | How to go? |