Bengali to English Conversation

Bengali to English Speaking part 82

সে ঢাকা যাচ্ছে।

He is going to Dhaka.

সে বাগানে যাচ্ছে।

He is going to the garden.

সে বাজারে যাচ্ছে না কিন্তু সে হাসপাতালে যাচ্ছে।

She is not going to the market, but she is going to hospital.

সে রান্না ঘরে যাচ্ছে না কিন্তু সে জানালার দিকে যাচ্ছে।

She is not going to the kitchen, but she is going to the window.

সে দরজা খুলছে না কিন্তু সে চিঠি লিখছে।

She is not opening the door, but he is writing a letter.

সে চেয়ার ঘুরাচ্ছে না কিন্তু সে টেবিল ধাক্কাচ্ছে।

She is not moving the chair, but she is pushing the table

সে দরজা বন্ধ করছে না কিন্তু সে বই পড়ছে।

He is not closing the door, but he is reading the book.

এটা চিনিও না পাউডারও না কিন্তু এটা লবন।

It is neither sugar nor powder, but it is salt.

এটা হাসপাতালও না এটা মসজিদও না কিন্তু এটা একটা স্কুল।

This is neither a hospital nor a moshjid, but it is a school.

এটা একটা টিভিও না রেডিও না কিন্তু এটা একটা বাক্স।

This is neither a TV nor a radio, but it is a box.

এটা ঘড়িও না খেলনাও না কিন্তু এটা একটা টুথপেষ্ট।

This is neither a clock nor a toy, but it is a tooth paste.

এটা বেলুনও না এটা ফুটবলও না কিন্তু এটা একটা ব্যাগ।

This is neither a balloon nor a football, but it is a bag.

আমি হারুনও না আমি শফিকও না কিন্তু আমি টিপু।

I am neither Harun nor Shafiq, but I am Tipu.

সে শিমুও না মিনাও না কিন্তু সে রোসি।

She is neither Simu nor Mina, but she is Rosy.

এই বাক্সে ৫০ টা গ্লাসও নাই ২০ টা চামুচও নাই কিন্তু ৩০ টা কলম এবং ৪০ টা পেনসিল আছে।

There are neither 50 glasses nor 20 spoon in this box, but there are 30 pens and 40 pencils.

এই বক্সে ২০ টা শার্টও নাই ৩০ টা ঘড়িও নাই কিন্তু ৫০ টা আপেল আছে।

There are neither 20 shirts nor 30 watches in this box, but there are 50 apples in this box.

সে দোকান খুলতেছে।

He is opening the shop.

সে বক্সটি বন্ধ করতেছে।

She is closing the box.

সে প্লেটে আপেল রাখতেছে।

He is putting the apple on the plate.

সে বাচ্চাটির উপর ব্যাগ রাখতেছে।

She is putting the bag on the child.

 

আমিই কেন?

Why me?

তোমার বাবা কি করেন?

What does your father do?

এতদিন ধরে কোথায় ছিলে?

Where have you been?

কে পাত্তা দেয়?

Who cares?

কি দেখতে হবে?

What to see?

এটা কার ব্যাগ?

Whose bag is this?

তুমি কিভাবে জানো?

How do you know?

আমি কে?

Who am I?

তুমি কখন আসবে?

When will you come?

এটা কখন ঘটেছিল?

At what time did it happen?

তুমি কি কফি পান কর?

Do you drink coffee?

ওখানে কে?

Who’s there?

তুমি কিভাবে সেখানে যাও?

How do you go there?

তুমি কি ওখানে আছো?

Are you there?

এতে কতক্ষণ সময় লাগে?

How long will it take?

কেন জিজ্ঞাসা করছো?

Why do you ask?

তুমি কখন বাড়ী আসো?

When do you come home?

তুমি কি এখন খুশি?

Are you happy now?

কিভাবে যাবো?

How to go?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *