Having a hard time

Having a hard time কঠিন মনে হওয়া

তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে।

I’m having a hard time spending with you.

তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।

I’m having a hard time explaining the issue.

সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে।

I’m having a hard time finding the right answer.

নতুন নকশাটির বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।

I’m having a hard time implementing a new design.

 

Let alone তো দুরের কথা

সে লেখা তো দুরের কথা ইংরেজীতে কথাও বলতে পারে না।

He can’t speak English  let alone write.

তুমি বাঘ তো দুরের কথা একটা বিড়ালও মারতে পারবে না।

You will not be able to kill a cat let alone tiger.

আমি মটর সাইকেল ত দুরের কথা সাইকেলও চালাতে  পারি না।

I can’t drive Cycle let alone a Motorcycle.

আমার কাছে ৫০০ তো দুরের কথা ৫০ টাকাও নেই।

I don’t have even 50 tk let alone 500 taka.

সে পরীক্ষায় প্রথম হওয়াতো দুরের কথা পাশই করতে পারবে না।

He will not be able to pass the exam let alone stood first.

About to প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মূহুর্তে হয়নি

আমি প্রায় মরে গিয়েছিলাম।

I was about to die.

আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।

I was about to fall asleep.

আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম।

I was about to reach.

আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম।

I was about to call you.

আমিতো মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম।

I was about to buy the mobile.

আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।

I was about to get the job.

 

I am looking forward to……..অধীর অপেক্ষায় থাকা

 

আমি তোমার পথ পানে তাকিয়ে আছি।

I am looking forward to seeing you.

আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি।

I’m looking forward to talking with you.

আমি তোমার সাথে ভ্রমণের জন্য প্রতীক্ষায় আছি।

I’m looking forward to going for a tour with you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *