Having a hard time কঠিন মনে হওয়া
তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। | I’m having a hard time spending with you. |
তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। | I’m having a hard time explaining the issue. |
সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে। | I’m having a hard time finding the right answer. |
নতুন নকশাটির বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। | I’m having a hard time implementing a new design. |
Let alone তো দুরের কথা
সে লেখা তো দুরের কথা ইংরেজীতে কথাও বলতে পারে না। | He can’t speak English let alone write. |
তুমি বাঘ তো দুরের কথা একটা বিড়ালও মারতে পারবে না। | You will not be able to kill a cat let alone tiger. |
আমি মটর সাইকেল ত দুরের কথা সাইকেলও চালাতে পারি না। | I can’t drive Cycle let alone a Motorcycle. |
আমার কাছে ৫০০ তো দুরের কথা ৫০ টাকাও নেই। | I don’t have even 50 tk let alone 500 taka. |
সে পরীক্ষায় প্রথম হওয়াতো দুরের কথা পাশই করতে পারবে না। | He will not be able to pass the exam let alone stood first. |
About to প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মূহুর্তে হয়নি
আমি প্রায় মরে গিয়েছিলাম। | I was about to die. |
আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম। | I was about to fall asleep. |
আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। | I was about to reach. |
আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। | I was about to call you. |
আমিতো মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম। | I was about to buy the mobile. |
আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম। | I was about to get the job. |
I am looking forward to……..অধীর অপেক্ষায় থাকা
আমি তোমার পথ পানে তাকিয়ে আছি। | I am looking forward to seeing you. |
আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। | I’m looking forward to talking with you. |
আমি তোমার সাথে ভ্রমণের জন্য প্রতীক্ষায় আছি। | I’m looking forward to going for a tour with you. |