আমরা একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। | We are going to have a program. |
এখানে কেউ ধুমপান করতে পারবে না। | Nobody is allowed to smoke here. |
তোমাকে এই পোষাকে স্মার্ট দেখাচ্ছে। | You are looking smart in this dress. |
একি তুমি এখনো এখানে! | My goodness! you are still here! |
ধ্যাত্তরি! কি যা তা বলছেন? | Oh shit! What are (you) talking nonsense. |
তুমি যেই হও তাতে কিছু যায় আসে না । | It doesn’t matter who you are. |
তুমি কার কাছে কম্পিউটার শিখছো? | With whom are you learning computer? |
সিরিয়াস কিছুই না, আমি নিজেই সামলাতে পারবো। | Nothing serious, I can manage it myself. |
আসলে আমি ভাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম । | Actually I was confused. |
আমার মাথা ঠিক ছিল না
আমাকে ধমক দিওনা।
আমি বোধহয় এই সপ্তাহে বাড়ি যেতে পারবো না।
তোমার ছাগলগুলো কত টাকায় বিক্রি করেছ?
I went off my head.
Don’t rebuke me.
I feel that I won’t be able to go home this week.
What price did you sell your goats for?