তুমি কেন ইংরেজীতে কথা বল?
Why do you speak English?
এখন যদি বলি
আমি জানি কেন তুমি ইংরেজীতে কথা বল?
এটার ইংরেজী কি এরকম হবে
I know why do you speak english.
না এরকম হবে না।
এটাকে Assertive sentence এর মত করে বলতে হবে।এধরনের Sentence কে বলা হয় Embedded question.
তাহলে এটার correct english টা হবে
I know why you speak english.
একটি বাক্যের মধ্যে দুটি অংশ থাকলে পরের অংশ প্রশ্নবোধক form এ লিখা যাবে না।বরং ঐটা কে Assertive এর মত করে লিখতে হবে।
যেমন
তুমি কি জানো আমি কে?
Do you know who I am?
(এমন হবে না Do you know who am I?)
তুমি কি জানো সে কে?
Do you know who she is?
(এটা হবে না Do you know who is she?)
তুমি কি জানো কেন সে এখানে বসে আছে?
Do you know why he is sitting here?
( এটা হবে না Do you know why is he sitting here?)