How to read newspaper,Bengali to English conversation,English to Bengali translation,

One housewife was thrown acid in districts Rupsha upazila last night.The victim was identified as Joshna Datta,wife of one Montu Datta of village Talimpur of Rupsha.

Source said, unidentified miscreants hurled acid on Joshna through the window at around 11:30 last night when she was sleeping with her husband.
Face and other parts of Joshna’s body were burnt severely by acid.She was rushed to Khulna General Hospital.The doctors advised her husband to take her to Dhaka for better treatment.
No case was filled with Rupsha Police station in this cinnection.

One housewife was thrown acid in districts Rupsha upazila last night.

গতরাতে রুপসা উপজেলায় এক গৃহবধুর উপর এসিড ছুড়ে মারা হয়েছে।

The victim was identified as Joshna Datta,wife of one Montu Datta of village Talimpur of Rupsha.

এসিড দগ্ধ মহিলা রুপসা গ্রামের মন্টু দত্তের স্ত্রী জোসনা দত্ত বলে জানা গেছে।

Source said, unidentified miscreants hurled acid on Joshna through the window at around 11:30 last night when she was sleeping with her husband.

সুত্র থেকে জানা গেছে,রাত প্রায় সাড়ে ১১ টায় স্বামীর সাথে ঘুমন্ত অবস্থায় কিছু অপরিচিত দুর্বৃত্ত জানালা দিয়ে তার গায়ে এসিড নিক্ষেপ করে।

Face and other parts of Joshna’s body were burnt severely by acid.

এসিডে তার মুখসহ শরীরের অন্যান্য অংশ ঝলসে গেছে।

She was rushed to Khulna General Hospital.

তাকে দ্রুত খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

The doctors advised her husband to take her to Dhaka for better treatment.

ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

No case was filled with Rupsha Police station in this connection.

রুপসা থানায় এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।

Thrown

ছুঁড়ে মারা হয়েছে

Last night

গত রাতে।

 Miscreants

 দুর্বৃত্ত

Hurl

ছুঁড়ে মারা

Burnt severely

গুরুতরে ভাবে ঝলসে যায়।

Was rushed

দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল

In this connection

এ ব্যাপারে

Better treatment

উন্নত চিকিৎসা।

Through

মধ্য দিয়ে।

 

গতরাতে রুপসা উপজেলায় এক গৃহবধুর উপর এসিড ছুড়ে মারা হয়েছে।এসিড দগ্ধ মহিলা রুপসা গ্রামের মন্টু দত্তের স্ত্রী জোসনা দত্ত বলে জানা গেছে।
সুত্র থেকে জানা গেছে,রাত প্রায় সাড়ে ১১ টায় স্বামীর সাথে ঘুমন্ত অবস্থায় কিছু অপরিচিত দুর্বৃত্ত জানালা দিয়ে তার গায়ে এসিড নিক্ষেপ করে।এসিডে তার মুখসহ শরীরের অন্যান্য অংশ ঝলসে গেছে।তাকে দ্রুত খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।রুপসা থানায় এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *