Bengali to english translation

Bengali to English Speaking Practice part 83

It is I/you/he+who/whom..……..

আমিই তোমার প্রকৃত বন্ধু।

It is I who am your real friend.

তুমিই সে যাকে আমি খু্জতেছিলাম।

It is you whom I was looking for.

আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন।

It is Allah who has created everything.

টুম্পাই আমাকে  যেতে বলেছিল।

It is Tumpa who told me to go.

এই মাঠেই আমি খেলতাম।

It is this playground where I used to play.

এই রেষ্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম।

It is the restaurant where we came for dinner.

রিফাতই ক্লাসের সবচাইতে মেধাবী ছাত্র।

It is Rifat who is the talented student in the class.

এই হচ্ছে সীমা যার কথা তোমাকে বলেছিলাম।

It is Sema who I told about her.

তুমিই আমার মন ভেঙ্গেছো।

It is you who have broken my heart.

 

Seems to+ be (কাউকে কিছু বলে  মনে হয়)

সে মনে হয় বোকা।

He seems to be fool.

ফাহাদ মনে হয় সৎ।

Fahad seems to be honest.

তোমাকে চতুর মনে হয়।

You seems to be clever.

 

There seems to be=(কোথাও কিছু আছে বলে  মনে হলে)

এই বনে মনে হয় হরিণ আছে।

There seems to be a deer in this forest.

তার মনের ভিতরে মনে হয় চালাকি আছে।

There seems to be cleverness in his mind.

এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়।

There seems to be irregularity in this project.

 

I have decided to (কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি এরকম বুঝালে)

আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি।

I have decided to learn English.

আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

I have decided to go America.

আমি আমাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।

I have decided to change myself.

আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি।

I have decided to mend my behavior.

আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।

I have decided to join my local gym.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *