Bengali to English Speaking Practice part 83
It is I/you/he+who/whom..……..
আমিই তোমার প্রকৃত বন্ধু। | It is I who am your real friend. |
তুমিই সে যাকে আমি খু্জতেছিলাম। | It is you whom I was looking for. |
আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন। | It is Allah who has created everything. |
টুম্পাই আমাকে যেতে বলেছিল। | It is Tumpa who told me to go. |
এই মাঠেই আমি খেলতাম। | It is this playground where I used to play. |
এই রেষ্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম। | It is the restaurant where we came for dinner. |
রিফাতই ক্লাসের সবচাইতে মেধাবী ছাত্র। | It is Rifat who is the talented student in the class. |
এই হচ্ছে সীমা যার কথা তোমাকে বলেছিলাম। | It is Sema who I told about her. |
তুমিই আমার মন ভেঙ্গেছো। | It is you who have broken my heart. |
Seems to+ be (কাউকে কিছু বলে মনে হয়)
সে মনে হয় বোকা। | He seems to be fool. |
ফাহাদ মনে হয় সৎ। | Fahad seems to be honest. |
তোমাকে চতুর মনে হয়। | You seems to be clever. |
There seems to be=(কোথাও কিছু আছে বলে মনে হলে)
এই বনে মনে হয় হরিণ আছে। | There seems to be a deer in this forest. |
তার মনের ভিতরে মনে হয় চালাকি আছে। | There seems to be cleverness in his mind. |
এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়। | There seems to be irregularity in this project. |
I have decided to (কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি এরকম বুঝালে)
আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি। | I have decided to learn English. |
আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। | I have decided to go America. |
আমি আমাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। | I have decided to change myself. |
আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। | I have decided to mend my behavior. |
আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। | I have decided to join my local gym. |