Bengali to English speaking practice part 3
Intend to কিছু করার ইচ্ছা বা মনস্থ করা
আমার ইংরেজী শিখার ইচ্ছে আছে | I intend to learn english. |
আমার মটর সাইকেল কিনার ইচ্ছা আছে। | I intend to buy moyorcycle. |
রনির নামাজ পড়ার ইচ্ছা আছে। | Roni intends to say prayer. |
সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে | He intends to go to village home. |
ঘর মোছ | Mop the floor |
কাজ শেষ কর | Finish your work. |
বাড়ি আস | Come home |
স্নান কর | Take a shower. |
নাস্তা কর | Have breakfast. |
চুল আচড়াও | Comb your hair. |
বিছানা ঠিক কর | Make the bed. |
নোংরা বাইরে নিয়ে যাও। | Take the trash out. |
বিড়ালকে খাওয়াও | Feed the cat. |
তোমার কুকুরকে বাইরে নিয়ে যাও | Take your dog out. |
জামাকাপড় ধোও। | Do the laundry. |
নোংড়া ঝাড়ো | Do the dusting. |
চুল ঠিক কর | Do your hair. |
সে আমার শত্রু পক্ষের লোক। | He is my enemy. |
তাকে বিশ্বাস করলে ক্ষতি। | It’s harmful to trust him. |
তার থেকে দুরে থাকাই ভাল। | It’s better to stay away from him. |
ভুলেও তার কথা শুনবে না। | Don’t forget to listen to him. |
আমার কথাগুলো রাখার চেষ্টা করিও | Please try to remember my words. |
আমার আম্মু মজাদার খাবার রান্না করে। | My mother cooks yummy food. |
আমি আব্বু ও আম্মুর সাথে প্রতি শুক্র ও শনিবার ঘুরতে যাই। | I hangout every Friday and Saturday with my parents. |
আমি তোমার উপর ক্রাশ খেয়েছি | I have had a crush on you. |
আমি হাত দিয়ে যা ছুই তাই দুঃখ হয়ে যায়। | Whatever I touch with my hands becomes sad. |
মুখ দেখে কি মানুষ চেনা যায়? | Can you recognize people by looking at their faces? |
বাহিরে এক রকম ভিতরে অন্যরকম। | Outside is one way, insides another. |
দোলনা একা একা দোলতে পারে না। | The swing can’t swing alone. |
হতাশ হয়ো না। | Don’t lose hope. |
উত্থান পতন নিয়েই জীবন। | Life is about ups and down. |
লক্ষ স্থির কর। | Keep your goals steady. |
স্রষ্টাকে স্মরণ কর সবসময়। | Remember the creators always. |
মনে রেখো টাকাই জীবনের সব নয়। | Don’t always prioritize money in life. |
আমার ইংরেজী শেখা প্রয়োজন। | I need to learn English. |
আমার একটি বই কেনা প্রয়োজন। | I need to buy a book. |
আমার তাকে সাহায্য করা প্রয়োজন। | I need to help him. |
আমার কাজটি করা প্রয়োজন। | I need to do the work. |
কুকুরের পেটে ঘি সহে না। | Habit is the second nature. |
কান টানলে মাথা আসে। | Give the one, the other will follow. |
কু কথা বাতাসের আগে ছড়ায়। | Bad news runs fast. |
কেউ জ্ঞানী হয়ে জন্মায় না। | No man is born wise. |
কারো পৌষ মাস কারো সর্বনাশ। | One’s harvest month, is another’s complete devastation. |
আগাছার বাড় বেশী। | All weeds grow apace. |
কষ্ট বিনা কেষ্ট মিলে না। | No pains, no gain. |
আসলের চেয়ে সুদ মিষ্ট। | Interest is sweeter than the principal. |
উৎপাতের কড়ি চিৎপাতে যায়। | I’ll got, ill spent |
এক ঢিলে দুই পাখি মারা। | To kill two birds with one stone. |