Bengali to English conversation

English speaking practice part 63

ইচ্ছে হচ্ছে বুঝাতে Feel like +verb+ing

 
আমার খেতে ইচ্ছে করছে।I feel like eating.
আমার ঘুমাতে ইচ্ছা করছে।
I feel like sleeping.
 

আমার পড়তে ইচ্ছা করছে।

I feel like reading.

Should have (থাকা উচিত)

তোমার শালীনতা থাকা উচিত।

You should have modesty.

তোমার একটি বাড়ি থাকা উচিত।

You should have a house.

শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।

We should have respect for teachers.

আমি পারছি (I am being able)

আমি ইংরেজীতে কথা বলতে পারছি।

I am being able to speak English.

সে মটরসাইকেল চালাতে পারছে।

He is being able to ride a motorcycle.

  

মন খারাপ করিও না Don’t be upset

হতাশ হইও না তুমিও একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।

Don’t be upset you will overcome bad time one day.

হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।

Don’t be upset you will shine in life.

হতাশ হইও না তোমার একটি ভাল চাকুরী হবে।Don’t be upset you will get a good job. 

কোন কিছু ভাল না লাগা Nothing makes sense

তুমি ছাড়া কোন কিছু ভাল লাগে না।

Nothing makes sense without you.
পড়া ছাড়া কোন কিছু ভাল লাগে না।Nothing makes sense without reading.
ঘুমানো ছাড়া কোন কিছু ভাল লাগে না।Nothing makes sense without sleeping.

পছন্দ করা অর্থে Fond of

আমি ভ্রমণ করতে পছন্দ করি।

I fond of travelling.
আমি মাছ ধরতে পছন্দ করি।I fond of catching fish.
সে পত্রিকা পড়তে পছন্দ করে।She is fond of reading newspaper.

কোন কিছু করার চেষ্টা করছি বুঝাতে I am trying to 

আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি।

I am trying to help street children.
আমি ইংরেজী শিখতে চেষ্টা করছি।I am trying to learn English.
আমি কিছু করার চেষ্টা করছি।I am trying to do something.

কোন কিছুতে সমস্যা হয়েছে বুঝাতে There is something wrong with+ 

আমার কম্পিউটারে সমস্যা হয়েছে।

There is something wrong with my computer.
আমার মোবাইলে সমস্যা হয়েছে।There is something wrong with my mobile phone.
আমার টেলিভিশনে সমস্যা হয়েছে।There is something wrong with my Television.

আমি কাজটি করতে পারি।

 

 

I can do the work.

আমি কাজটি করতে পারতাম।

 

 

I could do the work.

আমি কাজটি করবো।

 

 

I will do the work.

আমি কাজটি অবশ্যই করবো।

 

 

I must do the work.

আমাকে কাজটি করতে হবে।

 

 

I have to do the work.

আমাকে কাজটি করতে হয়।

 

 

I am to do the work.

আমি কাজটি করতাম(অতীত অভ্যস্ততা)

 

 

I used to do the work.

আমাকে কাজটি করতে হয়েছিল।

 

 

I had to do the work.

আমি কাজটি করতেও পারি।

 

 

I may do the work.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *