English speaking practice part 63
ইচ্ছে হচ্ছে বুঝাতে Feel like +verb+ing
আমার খেতে ইচ্ছে করছে। | I feel like eating. |
আমার ঘুমাতে ইচ্ছা করছে। | I feel like sleeping. |
আমার পড়তে ইচ্ছা করছে। | I feel like reading. |
Should have (থাকা উচিত)
তোমার শালীনতা থাকা উচিত। | You should have modesty. |
তোমার একটি বাড়ি থাকা উচিত। | You should have a house. |
শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। | We should have respect for teachers. |
আমি পারছি (I am being able)
আমি ইংরেজীতে কথা বলতে পারছি। | I am being able to speak English. |
সে মটরসাইকেল চালাতে পারছে। | He is being able to ride a motorcycle. |
মন খারাপ করিও না Don’t be upset
হতাশ হইও না তুমিও একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। | Don’t be upset you will overcome bad time one day. |
হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে। | Don’t be upset you will shine in life. |
হতাশ হইও না তোমার একটি ভাল চাকুরী হবে। | Don’t be upset you will get a good job. |
কোন কিছু ভাল না লাগা Nothing makes sense
তুমি ছাড়া কোন কিছু ভাল লাগে না। | Nothing makes sense without you. |
পড়া ছাড়া কোন কিছু ভাল লাগে না। | Nothing makes sense without reading. |
ঘুমানো ছাড়া কোন কিছু ভাল লাগে না। | Nothing makes sense without sleeping. |
পছন্দ করা অর্থে Fond of
আমি ভ্রমণ করতে পছন্দ করি। | I fond of travelling. |
আমি মাছ ধরতে পছন্দ করি। | I fond of catching fish. |
সে পত্রিকা পড়তে পছন্দ করে। | She is fond of reading newspaper. |
কোন কিছু করার চেষ্টা করছি বুঝাতে I am trying to
আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি। | I am trying to help street children. |
আমি ইংরেজী শিখতে চেষ্টা করছি। | I am trying to learn English. |
আমি কিছু করার চেষ্টা করছি। | I am trying to do something. |
কোন কিছুতে সমস্যা হয়েছে বুঝাতে There is something wrong with+
আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। | There is something wrong with my computer. |
আমার মোবাইলে সমস্যা হয়েছে। | There is something wrong with my mobile phone. |
আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। | There is something wrong with my Television. |
আমি কাজটি করতে পারি। |
|
| I can do the work. |
আমি কাজটি করতে পারতাম। |
|
| I could do the work. |
আমি কাজটি করবো। |
|
| I will do the work. |
আমি কাজটি অবশ্যই করবো। |
|
| I must do the work. |
আমাকে কাজটি করতে হবে। |
|
| I have to do the work. |
আমাকে কাজটি করতে হয়। |
|
| I am to do the work. |
আমি কাজটি করতাম(অতীত অভ্যস্ততা) |
|
| I used to do the work. |
আমাকে কাজটি করতে হয়েছিল। |
|
| I had to do the work. |
আমি কাজটি করতেও পারি। |
|
| I may do the work. |