Bengali to English conversation, Bengali to English translation

Bengali to English Conversation Part 61

Had to অতীতে কোন কাজ করতে বাধ্য ছিল এমন বুঝাতে had to ব্যবহৃত হয়।

আমাকে হাসপাতালে যেতে হয়েছিল
তোমাকে করতে হয়েছিল
প্রত্যেককে সহ্য করতে হয়েছিল।
আমাদেরকে প্রমাণ দেখাতে হয়েছিল।
তোমাদেরকে প্রমাণ করতে হয়েছিল।
তোমাদেরকে প্রমাণ করতে হয় নি।
 
I had to go hospital.
You had to do.
Everyone  had to tolerate.
We had to show evidence.
You had to prove.
You didn’t have to prove.

না বোধক হলে didn’t বসবে এবং পরে have to বসবে।(উল্লেখ Did এর পর সবসময় present form বসে).

আমাকে করতে হয়নি।
আমাকে হজম করতে হয় নি।
তাদেরকে মিথ্যা বলতে হয়নি।
I didn’t have to do.
I didn’t have to digest.
They didn’t have to tell a lie.

WH question হলে  প্রথমে did তারপর sub + have to

তোমাকে কি যেতে হয়েছিল?

Did you have to go?
 

সাধারণ প্রশ্নবোধক বাক্য

তোমাকে পালাতে হয়েছিল কেন?
কাকে কি করতে হয়েছিল?
Why did you have to go hiding.
Who had to do what?
 
 
 

সে বলেছিল যে সে এসেছিল। এখানে অতীতকালের দুটি কাজ। আগের বা প্রথম কাজ- সে এসেছিল পরের বা ২য় কাজ-সে বলেছিল 

এরুপ ক্ষেত্রে, 
আগের কাজটি  Past parfect tense অনুযায়ী হবে। এবং পরের কাজটি Past indefinite tense অনুযায়ী হবে।
 
So English টি হবে-
He said that he had come.
সে বলেছিল যে সে আসবে
এখানে অতীত কালে ভবিষ্যতের কথা বলা হয়েছে।এরুপ ক্ষেত্রে আমাদেরকে future in the past করতে হবে।
Future in the past 
Will – would
 
 
তাহলে English  টা হবে
He said that he would come.
 
 

Hold on

অপেক্ষা কর

Hold your horses

ধৈর্য ধর

Wait a bit

একটু অপেক্ষা কর

Wait for a while

কিছুক্ষণের জন্য অপেক্ষা কর

Just a moment

এক মুহূর্ত অপেক্ষা করুন

Hang on a moment

একটু অপেক্ষা করুন।

Hold on a minute

এক মিনিট অপেক্ষা করুন

Don’t be so impatient

এতো অধৈর্য হয়ো না।

I’ll be back in 2 minutes

আমি ২ মিনিটের মধ্যে আসছি

I’ll be right with you

আমি এক্ষনি দিচ্ছি /আসছি/আমি ঠিক তোমার সাথে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *