Bengali to English speaking

Bengali to English Speaking Practice part 29

আমি চা পছন্দ করি।

I like tea.

সাকিবও চা পছন্দ করে।

Sakib also like tea.

আমি ঝামেলা পছন্দ করি না।

I don’t like hassle.

সাকিবও ঝামেলা পছন্দ করে না।

Sakib doesn’t like hassle either.

 

উপরের sentence কে অনেকেই also দিয়েও করে থাকে। যেমন Sakib also doesn’t like hassle. এটা প্রকৃত নিয়ম নয়।
 
এই ধরনের নেগেটিভ বাক্যে either ব্যবহার করাটাই যুক্তিযুক্ত।
 
 
 
যেমন
 
 

রহিমও স্কুলে যায় না

Rahim doesn’t go to school either.

সেও খেলা করতে আসেনি।

He doesn’t come for play either.

চাউলের দামও কমেনি।

The price of rice has not decreased either. /The price of rice didn’t fall either.

Bengali to English speaking
Bengali to English conversation

It’s so nice of you.

সত্যি আপনি দারুণ লোক।

You deserve this thank.

এই ধন্যবাদ তোমার পাওনা।

I am fond of you.

তোমাকে আমার ভাল লাগে।

I am impressed to see you.

আমি তোমায় দেখে মুগ্ধ হলাম।

I could not but love you.

আমি তোমাকে ভাল না বেসে পারলাম না।

Will you be my friend?

তুমি কি আমার বন্ধু হবে?

Tell the truth, darling.

সত্যি করে বল না প্রিয়া!

Dear, I wish you were mine.

প্রিয়,যদি তুমি আমার হতে।

I have got fancy for the girl.

মেয়েটি আমার মন কেড়েছে।

Out of sight, out of mind.

চোখের আড়াল হলে মনের আড়াল হয়।

I am having my heart but don’t have any sweet heart.

মন আছে মনের মানুষ নেই।

 

সে ধরাছোঁয়ার বাইরে।

He is out of reach.

আন্তরিক ধন্যবাদ।

Sincere thanks.

সময় শেষ হয়ে যাচ্ছে।

Time is running out.

এত তাড়া কিসের?

What is the rush/hurry?

আমি তোমার কাছে ঋণী।

I’m indebted to you.

সবকিছু কেমন চলছে?

How are things?

সবকিছু খুব একটা ভালো যাচ্ছে না।

Things are not going very well.

এটা অতুলনীয়।

It’s incomparable!/unique

এটা আমার নিয়ন্ত্রণের বাইরে।

It’s beyond my control.

তার টাকা ফুরিয়ে গেছে।

He is out of money.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *